শ্রীনগর: বদগাঁমের পুলিশ ফাঁড়ি থেকে চারটি সার্ভিস রাইফেল সমেত পালিয়ে যাওয়া পুলিশ কনস্টেবল হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছে।
গত শনিবার সৈয়দ নাভিদ মুস্তাক নামে ওই কনস্টেবল বদগামের চাঁদপোরায় এফসিআইয়ের গোডাউনে গার্ড পোস্ট থেকে চারটি ইনসাস রাইফেলের পাশাপাশি সেখানে নিযুক্ত তার তিন সহকর্মীর অস্ত্র নিয়েও চম্পট দেয়।


জনৈক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্র মারফত্ সে জঙ্গি গোষ্ঠী হিজবুলে যোগ দিয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন। এ ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি বুরহান-উদ্দিন নামে হিজবুলের এক মুখপাত্রও স্থানীয় সংবাদ সংস্থাকে বলেছে, কাশ্মীরে ভারতীয় দখলদার বাহিনীর সঙ্গে লড়তে জঙ্গি গোষ্ঠীতে সৈয়দ নাভিদের যোগদানকে স্বাগত জানিয়েছে আমাদের ফিল্ড অপারেশনাল কমান্ডার মেহমুদ গজনভি।

অতীতেও জম্মু ও কাশ্মীরে পুলিশকর্মীদের সার্ভিস রাইফেল সহ পালিয়ে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে।

২০১৫-র ২৭ মার্চ দুটি একে রাইফেল নিয়ে পালিয়েছিল পিডিপি মন্ত্রী আলতাফ বুখারির বাসভবনে কর্তব্যরত পুলিশ কনস্টেবল নাসির আহমেদ পন্ডিত। তবে পুলওয়ামার বাসিন্দা নাসির ২০১৬- এপ্রিলে সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়।