শ্রীনগর: একদিনে জোড়া সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীর। একদিকে, সকালে বান্দিপোরায় তিন জওয়ানের মৃত্যু হয়। খতম হয় ও এক জঙ্গি। কয়েক ঘণ্টা পর, কুপওয়াড়ায় অন্য একটি সংঘর্ষে নিহত হন সেনার মেডর পদমর্যাদার এক অফিসার। এই ঘটনায় তিন জঙ্গিও নিকেশ হয়। দুই ঘটনায় ৮ জওয়ান সহ আহত হয়েছেন আরও ৯ জন।
সেনা সূত্রে খবর, এদিন সন্ধ্যেবেলায় উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার ক্রালগান্দ এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়। ওই এনকাউন্টারে গুরুতর জখম হন সেনা মেজর এস দাহিয়া। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
এর আগে এদিন সকালে বান্দিপোরার হাজিন এলাকার পারে মোহল্লায় সেনার সঙ্গে সংঘর্ষে খতম হয় এক লস্কর জঙ্গি। তার কাছ থেকে উদ্ধার হয় একটি স্বয়ংক্রিয় একে-৪৭, ১ টি গ্রেনেড, ৪ টি ম্যাগাজিন ও ৭১ রাউন্ড গুলি।
সেনা সূত্রে খবর, ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। তখন এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। গুলি বিনিময়ে জখম হন পাঁচ জওয়ান এবং এক গ্রামবাসী। এর মধ্যে পরে তিন জওয়ান মারা যান। ওই গ্রামবাসীরও মৃত্যু হয়।
এই ঘটনায় আহত হন আরও ৫ জওয়ান। এর মধ্যে সিআরপিএফ-এর কম্যান্ডিং অফিসার চেতন কুমার চিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে দিল্লির এইমসে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, তাঁর চোখ, হাত, কব্জি ও কোমরে গুলি লেগেছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় সেনাবাহিনী। কুলগ্রামের ফ্রিসল এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় চার হিজবুল মুজাহিদিন জঙ্গির। শহিদ হন দুই ভারতীয় জওয়ানও।