জম্মু: কাশ্মীর রাজনৈতিক সমস্যা এবং এর সমাধান একমাত্র রাজনৈতিক ভাবেই সম্ভব, মন্তব্য ন্যাশনাল কনফারেন্স-এর কার্যকরী সভাপতি এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার।

এক জনসভায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, কাশ্মীর সমস্যা সমাধানে দিল্লির এখনই আলোচনা শুরু করা উচিত্। এবং আলোচনায় প্রশাসন এবং বিরোধী প্রত্যেক দলের প্রতিনিধিদেরই ডাকা উচিত্।

নোট বাতিলের পর দেশের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর মন্তব্য করেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের জঙ্গি সংগঠনগুলোয় অর্থের যোগান একেবারে থমকে গিয়েছে। কিন্তু কাশ্মীরের আসল সমস্যা সমাধানে এই পদক্ষেপগুলো আসলে কিছুই নয়, মনে করেন ওমর।

কাশ্মীরের সাম্প্রতিকতম উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে ওমরের মন্তব্য, গত চার মাস ধরে এখানে যা অবস্থা, সেটা আর কোনও অর্থনৈতিক বা আইন-কাননগত সমস্যার মধ্যে আবদ্ধ নেই। এখনই নয়াদিল্লির রাজনৈতিক উদ্যোগ নেওয়া উচিত্ এই সমস্যার সমাধানে।

ওমরের অভিযোগ উপত্যকায় পিডিপি-বিজেপি জোট সরকার নিজেদের স্বার্থসিদ্ধিতে অনেক বেশি আগ্রহী, তুলনায় কাশ্মীর সমস্যার কোনও গুরুত্ব নেই তাদের কাছে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য অনেক বেশি দায়ি সেখানকার বর্তমান শাসক দল, মত ওমর আব্দুল্লার।