শ্রীনগর: সেনাবাহিনীর এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সময় উঠে না দাঁড়ানোয় দুই স্থানীয় সাংবাদিককে বেরিয়ে যেতে বলা হল। ওই দুই সাংবাদিক অনুষ্ঠানের খবর করতে এসেছিলেন।
শ্রীনগর থেকে কিছুটা দুরে রঙ্গরেথে জম্মু ও কাশ্মীরের লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ‘পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে এসেছিলেন দৈনিক সংবাদপত্র কাশ্মীর রিডার ও রাইজিং কাশ্মীরের ওই দুই সাংবাদিক। কিন্তু জাতীয় সঙ্গীত বাজানোর সময় তাঁরা উঠে দাঁড়াননি। একারণে তাঁদের অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যেতে বলেন এক সেনা আধিকারিক।
কাশ্মীর রিডারের সাংবাদিক জুনেইদ নবি বাজাজ সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, আমার এই অনুষ্ঠানে যোগ দিতে নয়, অনুষ্ঠানের খবর সংগ্রহের জন্য ডেকে পাঠানো হয়েছিল। যখন জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল তখন আমি খবরের জন্য কিছু নোট করছিলাম।
বাজাজ বলেন, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর কর্নেল বার্ন আমাদের কাছে এসে বেরিয়ে যেতে বলেন।
বাজাজের অভিযোগ, কর্নেল তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
খবরের সত্যতা স্বীকার করে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল এন এন জোশী বলেছেন, জাতীয় সঙ্গীতের সময় ওই দুই সাংবাদিক উঠে দাঁড়াননি। জোশী বলেছেন, তিনি যখন ওই দুই সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, তখন আসেন কর্নেল বার্ন। ওই ঘটনায় কর্নেল বার্নের ভাবাবেগে আহত হয়েছিল। কর্নেল বার্ন দুই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন।
বাজাজ অবশ্য দাবি করেছেন, বার্নের ‘দুর্ব্যবহারের’ জন্য অনুষ্ঠানের শেষে তাঁদের কাছে দুঃখপ্রকাশ করেন কর্নেল জোশী।
সেনার অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সময় উঠে না দাঁড়ানোয় দুই সাংবাদিককে বেরিয়ে যেতে বলা হল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2016 07:40 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -