কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি, পাথরবাজদের সাহায্যে হিজবুল কমান্ডারের চম্পট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jul 2017 08:37 AM (IST)
শ্রীনগর: কাশ্মীরের পুলওয়ামা জেলার বামনু এলাকায় নিরাপত্তা বাহিনীর হাতে আরও এক জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। এই নিয়ে ২ জঙ্গিকে খতম করল বাহিনী, একজন এখনও ভেতরে লুকিয়ে। এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী অপারেশন করছে। তবে মালাংপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়াল পাথর ছোঁড়া জনতা। তারা এমনভাবে বাহিনীর ওপর পাথর ছুঁড়তে শুরু করে যে সেই সুযোগে রাতের অন্ধকারে চম্পট দেয় ২ থেকে ৩ জন কট্টর হিজবুল মুজাহিদিন জঙ্গি। সংবাদমাধ্যম জানাচ্ছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে যে ৩ জঙ্গিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, তাদের মধ্যে ২ জন হল রেয়াজ নাইকু ও সইফুল্লা মির। কিন্তু তখনই এলাকায় মাইক থেকে প্রচার চলে, আমাদের ভাইরা আক্রান্ত, পাশে দাঁড়াও। তারপরেই শুরু হয় বাহিনীর ওপর প্রচণ্ড পাথরবাজি। সেই সুযোগে চম্পট দেয় জঙ্গিরা। শেষমেষ রাত তিনটে নাগাদ অপারেশন মুলতুবি করে নিরাপত্তা বাহিনী। ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সবজার আহমেদ ভাট খতম হওয়ার পর এই নাইকুই এলাকার হিজবুল পান্ডা। এর আগে শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে খতম হয় লস্কর ই তৈবা কম্যান্ডার বসির লস্করি। গত মাসে পুলিশ অফিসার ফিরোজ দার সহ ৬ পুলিশকর্মীকে নির্মমভাবে হত্যা করে সে। শনিবার তার সঙ্গে বাহিনীর সংঘর্ষে ২ স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।