শ্রীনগর ও নয়াদিল্লি: ইদের দিনেও অশান্তি অব্যাহত জম্মু ও কাশ্মীরে।নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আজ দুই তরুণের মৃত্যু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীরের ১০ টি জেলাতেই জারি করা হয় কার্ফু। এরইমধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর বৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা।

বন্দিপোরায় ইদের প্রার্থনার পরই একদল বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও ছররা বন্দুকের ব্যবহার করে বাহিনী। এই সময়ই কাঁদানে গ্যাসের শেলের আঘাতে ২০ বছরের মুর্তাজা আহমেদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অনেকেই জখম হয়েছে।

দক্ষিণ কাশ্মীরেও সংঘর্ষ বেঁধে যায়। সোফিয়ান জেলায় শাহিদ আহমেদ নামে এক  বিক্ষোভকারী তরুণের মৃত্যু হয় বলে অন্য এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

এদিন দুই তরুণের মৃত্যুর পর উপত্যকায় চলতি অশান্তিতে মতের সংখ্যা বেড়ে হল ৭৮।

জখম কনস্টেবলের মৃত্যু

 

এদিকে, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে জঙ্গিদের হামলায় জখম জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল রউফ আহমেদ ভাটের তিন সপ্তাহের লড়াই থেমে গেল। দিল্লির এইমসে আজ তাঁর মৃত্যু হয়েছে।  শ্রীনগরের নওহাট্টায় জঙ্গি হামলায় তিনি জখম হয়েছিলেন। ওই হামলায় সিআরপিএফের কম্যান্ডিং অফিসারও শহীদ হয়েছিলেন। খতম করা হয়েছিল দুই জঙ্গিকে।

এই হামলায় জখম রউফকে জখম আরও দুই সিআরপিএফ জওয়ানের সঙ্গে গত ১৭ আগস্ট এইমসের ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। পুলিশের স্পেশ্যাল ডিরেক্টর জেনারেল (কো-অর্ডিনেশন অ্যান্ড ল অ্যান্ড অর্ডার) এসপি বেদ রউফের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেছেন, এইসব তরুণদের চরম আত্মত্যাগ বিফল হবে না।।