এখনও থমথমে কাশ্মীর, ৩ নাগরিকের মৃত্যুতে দুঃখপ্রকাশ সেনার
Web Desk, ABP Ananda | 19 Jul 2016 11:52 AM (IST)
শ্রীনগর: কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তিনজনের। অশান্ত কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪। কার্ফু জারি থাকা সত্ত্বেও বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে সেনা কনভয়ে পাথর ছোঁড়ে বলে অভিযোগ ওঠে। ছত্রভঙ্গ করতে গুলি চালায় সেনাবাহিনী। গুলিতে মৃত্যু হয় ৩ জনের। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কয়েকজন বিক্ষোভকারী সেনাবাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। শুধু তাই নয়, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল সেনাবাহিনীর গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় সেনা জওয়ানরা। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই মহিলার। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। প্রসঙ্গত, হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর জেরে অগ্নিগর্ভ কাশ্মীরের পরিস্থিতি। আহত প্রায় ৩৫০০ মানুষ। গত ১১ দিন ধরে সেখানে জারি রয়েছে কার্ফু। নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোন, খবরের কাগজ। কাশ্মীরের পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় এবং আজ আরও ৩ জনের মৃত্যুর জেরে ফের বন্ধ রাখা হল অমরনাথযাত্রা। জানা গিয়েছে, যতক্ষণ না সিনিয়র অফিয়াররা গিয়ে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন, ততক্ষণ চালু হবে না যাত্রা।