শ্রীনগর: কাশ্মীরে অশান্তির জন্য পাকিস্তানকে দায়ী করা যায় না, বললেন ওমর আবদুল্লা।  বারামুলায় নিজের দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে কাশ্মীর সমস্যা 'আমাদের নিজেদের ভুলেরই ফসল' বলে  মন্তব্য করেছেন জম্মু ও  কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কাশ্মীরে যে অশান্তির আগুন দেখছেন, তা উসকে দিয়েছে পাকিস্তান, এমন ভুল ধারনার বশবর্তী হবেন না। উপত্যকার রাজনৈতিক পরিস্থিতি বা বর্তমান অশান্তির জন্য শুধু  পাকিস্তানকে দোষ দেওয়া সত্যের অপলাপ।


তিনি আরও বলেন, বাইরের কোনও প্রভাব, মদত যখন ছিল না, তখনও  জম্মু ও কাশ্মীরের জনগণ রাজনৈতিক সমাধানের পক্ষেই সওয়াল  করেছেন। এই রাজনৈতিক ভাবাবেগইরাজ্যের বিশেষ মর্যাদার ভিত্তি, কিন্তু তাকেই সংবিধান বহির্ভূত কায়দায় ধ্বংস করা হয়েছে।


নয়াদিল্লিতে 'ক্ষমতায় থাকা একের পর এক সরকার ঐতিহাসিক ভুল করে গিয়েছে, প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে', কাশ্মীরের বর্তমান রাজনৈতিক সমস্যা তারই ফল বলে অভিমত ওমরের। তিনি বলেছেন, আজকের উপত্যকার পরিস্থিতি জটিল হয়েছে কেন্দ্রের সরকারের জন্য, কাশ্মীর সমস্যা বলে কিছু আছে, স্বীকারই করতে চায় না তারা ।


ন্যাশনাল কনফারেন্সের অস্থায়ী সভাপতির সমালোচনা থেকে রেহাই পায়নি ক্ষমতাসীন জোট সরকারের বড় শরিক পিডিপি-ও। বলেন, পিডিপি আস্থাবর্ধক পদক্ষেপ, রাজনৈতিক উদ্যোগ গ্রহণের দাবিতে মুখর হয়েছে। কিন্তু  ওরা যে ক্ষমতার লোভে নিজেদের আদর্শ, দর্শন জলাঞ্জলি দিয়েছে, তা আড়াল করতে পারবে না।


পিডিপি নেত্রী তথা মুখ্যমন্ত্রী মেহবুবা  মুফতির সমালোচনা করেও ওমর বলেন, বিরোধী নেত্রী হিসাবে ওঁর নাটুকে পারফরম্যান্সে হয়তো লাভ হয়েছে, কিন্তু ওঁর এখনকার চেহারার সঙ্গে আগের ভূমিকা যখন মানুষ মিলিয়ে দেখছেন, ওঁর মুখটা উন্মোচিত হয়ে যাচ্ছে। ভোট পেতে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পিডিপি ভঙ্গ  করে রাজ্যবাসীর প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে বলে অভিযোগ করেন ওমর।


পিডিপি-বিজেপি জোট রাজ্যে বিপর্যয় নামিয়ে এনেছে বলে অভিযোগ করে তিনি বলেন, বাস্তবে সরকার বলে কিছু নেই, তার অস্তিত্ব টের পাওয়া যায় শুধুমাত্র যুবকদের নির্বিচারে ধরপাকড় ও তাদের ওপর জন নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার মধ্যে। প্রায় একশ নিরপরাধ যুবকের প্রাণহানি ও তাদের ওপর নির্বিচার দমনপীড়নকে পিডিপি-বিজেপি জোট সরকারের সবচেয়ে বড় দিক বলেও দাবি করেন ওমর।