জম্মু: কাশ্মীর সমস্যার কোনও সহজ সমাধান দেখছেন না সেনা নর্দার্ন কম্যান্ডের বিদায়ী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। বিষয়টিকে এক ‘দীর্ঘ লড়াই’ হিসেবে উল্লেখ করে তিনি জানালেন, এর জন্য ‘দীর্ঘমেয়াদী পদক্ষেপ’ নেওয়ার প্রয়োজন।


হুডার এই মন্তব্য গুরুত্বপূর্ণ কারণ, শীঘ্রই কাশ্মীরে জঙ্গি-সমস্যার সমাধান মিলবে বলে আশাপ্রকাশ করে জানিয়েছিল এক কেন্দ্রীয় সূত্র। এই প্রথম নয়। এর আগে বুধবারও একই কথা বলেছিলেন সেনার নর্দার্ন কম্যান্ডের প্রধান।


মঙ্গলবারের জঙ্গি হামলার একদিন পর হুডা আশঙ্কাপ্রকাশ করে জানিয়েছিলেন, নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি এখনই ঠান্ডা হওয়ার কোনও লক্ষণ নেই। তাঁর মতে, এ এক দীর্ঘ লড়াই।


মঙ্গলবারের নাগরোটা হামলা সম্পর্কে বলতে গিয়ে হুডা বলেন, হামলা রোখা গেলে ভাল হত। তবে, কিছু ধাক্কা আসবে, তাকে গ্রহণ করতে হবে। এর থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ।


তিনি মনে করেন, একটা ঘটনার জের যাতে গোটা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত না করতে পারে, তা লক্ষ্য রাখা দরকার। এর জন্য ঘটনার রেশ কাটিয়ে উঠে ভবিষ্যতের দিকে তাকাতে হবে।


নাগরোটা হামলার পর বাহিনীর নিরাপত্তার গাফিলতি নিয়ে যে প্রশ্ন উঠতে শুরপ করেছে, তাকে কটাক্ষ করে হুডা জানান, দুই অফিসার নিজেরা জঙ্গিদের সামনে বুক চিতিয়ে লড়াই চালিয়ে মৃত্যুবরণ করেও মহিলা ও শিশুদের উদ্ধার করেছে।


তাই, ঠান্ডা ঘরে বসে সমালোচনা করার চেয়ে এঁদের বীরত্বের প্রশংসা করাটা জরুরি। তিনি জানিয়ে দেন, নাগরোটায় সেনা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গেই মোকাবিলা করেছে। না হলে, পঠানকোটের থেকেও ভয়ানক পরিস্থিতি হতে পারত।প্রসঙ্গত, এদিনই বাহিনী থেকে অবসর নিলেন লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা। তাঁর স্থলাভিষিক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল ডি আনবু।