তিনি বিষয়টি ‘অত্যন্ত গুরুতর’ বলে সিদ্ধান্ত নিয়ে ওই ছাত্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, গতকালই শ্রীনগর থেকে আসা মুদাসসর ইউসুফ নামে ছাত্রটি উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাঁকে বলেন, তিনি ‘প্রচণ্ড আবেগে নিজেকে ধরে রাখতে পারেননি, তাতে ভেসে গিয়েছেন’। কিন্তু তাতে নরম হয়নি কর্তৃপক্ষ। বিষয়টির গুরুত্বের কথা মাথায় রেখে সাজা বহাল রাখার সিদ্ধান্তই হয়েছে।
মুখপাত্রটি বলেছেন, উপাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ে দেশ-বিরোধী কোনও কার্যকলাপ, ঘটনা বরদাস্ত করার অবকাশই নেই।
ঘটনাচক্রে আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ কুমার গৌতমও উপাচার্যকে চিঠি দিয়ে দাবি করেছেন, ওই কাশ্মীরী ছাত্রের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় কঠোর ব্যবস্থা নিতে হবে।