শ্রীনগর: নিরাপত্তাবাহিনীকে টার্গেট করে মারমুখী যুবকদের পাথর ছোঁড়া দেখতে অভ্যস্ত কাশ্মীর উপত্যকায় অন্য ছবি। এক বিপন্ন সেনা জওয়ানের প্রাণ বাঁচল যুবকদের তত্পরতায়। চরম সংঘাতের আবহেও মানবিকতার সাক্ষী রইল উপত্যকা।


এক পুলিশ অফিসার জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় সেনার একটি গাড়ি শ্রীনগরের লাসজান এলাকার কাছে শ্রীনগর বাইপাস রোডে দুর্ঘটনার কবলে পড়ে। সেটি উল্টে যায়। প্রায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতরে আটকে পড়েন এক সেনা জওয়ান। চেষ্টা করেও তাঁকে বের করতে পারেননি অন্য সেনাকর্মীরা। তখন স্থানীয় যুবকরা ছুটে এসে হাত লাগান। ক্ষতিগ্রস্ত সেনার গাড়ির পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে জখম জওয়ানকে বের করে আনেন।

পথচারীদের অনেকে সেই ছবি ক্যামেরাবন্দি করেন। ঘটনার ভিডিওটি ইউটিউব ও অন্যান্য সোস্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার হওয়ার পর ভাইরাল হয়ে যায়।

ঘটনা হল, পেলেট গানে জখম এক কিশোরের মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীর ওপর ক্ষোভে তেতে রয়েছে বলে খবর। কিন্তু সেখানেই ব্যতিক্রমী ছবি তৈরি হল।

অবশ্য কাশ্মীরের মানুষের মানবিকতার পরিচয় মিলেছিল কিছুদিন আগেও। জুলাইয়ে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহরার লোকজন কার্ফু উপেক্ষা করে দুর্ঘটনার কবলে পড়া গাড়ি থেকে বাঁচিয়েছিলেন ২০-র বেশি অমরনাথ তীর্থযাত্রীকে।