নয়াদিল্লি: কাশ্মীরে অশান্তির মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস মহাসচিব দিগ্বিজয় সিংহ। কাশ্মীর সমস্যার জন্য ভারতীয় সেনাকে দুষে তিনি বলেছেন, কাশ্মীরীদের জঙ্গিরা মারছে, সেনাও মারছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সেনার ওপর ভিত্তিহীন এই অভিযোগ এনে কী প্রমাণ করতে চাইছেন তিনি।

একের পর এক বিতর্কিত মন্তব্যর মাধ্যমে প্রায়শই খবরের শিরোনামে থাকেন দিগ্বিজয় সিংহ। এর আগে ২৬/১১ আরএসএসের কারসাজি বলে মন্তব্য করেছিলেন তিনি। ওসামা বিন লাদেনকে সম্বোধন করেন ওসামাজি, বাটলা হাউস এনকাউন্টারকে জাল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এবার তিনি বলেছেন, কাশ্মীরীদের খুন করছে ভারতীয় সেনা।

কেন হঠাৎ এ কথা বললেন দিগ্বিজয়? একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সেনার জিপের সামনে বসিয়ে এক যুবককে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, জওয়ানরা বলছেন, পাথর ছোঁড়া বিচ্ছিন্নতাবাদীদের এই পরিণতি হবে। এ নিয়েই তাঁর মন্তব্য, সেনার হাতে মারা যাচ্ছেন কাশ্মীরীরা। যদিও বাস্তব হল, ওই যুবকের গায়ে আঁচড়ও পড়েনি, নিজেদেরই একজনকে সেনা জিপের সামনে বাঁধা দেখে পাথর ছুঁড়তে পারেনি বিচ্ছিন্নতাবাদীরা।

কিন্তু যারা পাকিস্তানের পতাকা তুলে ভারত বিরোধী স্লোগান দেয়, জওয়ানকে মারধর করে, তাদের বিরুদ্ধে একটা শব্দও বলেননি দিগ্বিজয়। উল্টে বিজেপি সরকারের কাশ্মীর নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে কেন্দ্র এবার যুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে তাঁর আশঙ্কা। তবে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদের পিছনে পাক হাত থাকার কথা বলতে বেমালুম ভুলে গিয়েছেন তিনি।