সিনেমা ওনার্স এক্সিবিটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে, পাক শিল্পীদের অভিনীত কোনও ছবি মুক্তি পেতে দেবে না তারা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ পাকিস্তানের ফাওয়াদ খান থাকায় ছবিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। এই প্রেক্ষিতেই শনিবার প্রধানমন্ত্রীর উদ্দেশে পরপর কয়েকটি টুইট করেন অনুরাগ। তাতে তিনি লেখেন, গত বছর মোদী যখন পাক সফরে গিয়েছিলেন, ঠিক সে সময় কর্ণ জোহর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শ্যুটিং করছিলেন। ওই সফরের জন্য প্রধানমন্ত্রী তো দুঃখপ্রকাশ করেননি, তাহলে জোহরের ছবি আটকানো হল কেন! তাঁর আরও বক্তব্য, প্রধানমন্ত্রী করদাতাদের টাকায় পাকিস্তান গিয়েছিলেন কিন্তু ছবির যে শ্যুটিং চলে, তার জন্য এখানে কাউকে ব্যাঙ্কে সুদের টাকা গুণতে হয়।
স্বাভাবিকভাবেই অনুরাগের টুইটের তীব্র প্রতিক্রিয়া হয়েছে। টুইটার দুনিয়া তাঁকে মনে করিয়ে দিয়েছে, ব্যক্তিগত সফরে নয়, দু’দেশের সম্পর্কের উন্নতির চেষ্টায় পাকিস্তান গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে প্রশ্নও কেন্দ্র তোলেনি, ছবিটি মুক্তি না পেতে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ সিনেমা ওনার্স এক্সিবিটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার। তাহলে খামোখা প্রধানমন্ত্রীর উদ্দেশে অনুরাগ পরের পর টুইট করলেন কেন।
তবে অনুরাগ ছাড়াও জোহর ঘনিষ্ঠ আলিয়া ভট্টও মুখ খুলেছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর হয়ে। তাঁর বক্তব্য, ভারত-পাক অশান্তির আগে ছবিটির শ্যুটিং শেষ হয়ে যায়। তাহলে এই ছবি মুক্তি পেতে সমস্যা হচ্ছে কেন।