জয়পুর:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সম্পর্কে অশ্রাব্য শব্দ ব্যবহার করলেন বিজেপি নেতা তথা রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করতে গিয়ে মনমোহন সম্পর্কে অপশব্দ ব্যবহার করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে তাঁর বেলাগাম বক্তব্য ভিডিও ক্যামেরাতেও ধরা পড়েছে। গতকাল চুরু জেলায় দলীয় সমর্থকদের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কাটারিয়া বলেন, ‘মোদী যখন আমেরিকা যান তখন স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামা স্বয়ং তাঁকে অভ্যর্থনা করেন। কিন্তু মনমোহন যখন আমেরিকা যেতেন তখন শা….কে স্বাগত জানানোর জন্য ছোটখাটো মন্ত্রীদের বিমানবন্দরে পাঠানো হত’।

এইবক্তব্যের তীব্র নিন্দা করে কাটারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে কাটারিয়াকে মন্ত্রীপদ থেকে বহিষ্কার দাবি করা হয়েছে।  রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট বলেছেন, কাটারিয়ার বক্তব্য থেকে তাঁর মানসিক দৈনতারই প্রতিফলন ঘটেছে। তাঁর মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপি নৈতিকতা হারিয়ে ফেলেছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলৌতও বলেছেন, বিজেপি নেতারা নির্লজ্জের মতো যা ইচ্ছে তাই বলতে শুরু করেছেন। সমস্ত সীমা ছাড়িয়েছেন তাঁরা। কাটারিয়াকে সব ধরনের পদ থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন গেহলৌত।

তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশেষে ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাটারিয়া বলেছেন, খারাপ উদ্দেশ্য নিয়ে তিনি মনমোহন সিংহের বিরুদ্ধে তিনি কোনও কথা বলেননি। এই মন্তব্যে কেউ আহত হলে তিনি  খেদ ব্যক্ত করেছেন।