জম্মু: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের যে শিশুকন্যাকে ৬ মিলে যৌন নির্যাতন করার পর খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই ঘটনায় চার্জশিট দেওয়া হল। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, এ বছরের জানুয়ারিতে কাঠুয়া জেলার একটি ছোট গ্রামে মেয়েটিকে এক সপ্তাহ আটকে রাখা হয়েছিল। প্রথমবার যৌন নির্যাতন চালানোর পর তাকে মাদকের সাহায্যে সংজ্ঞাহীন করে রাখা হয়। এরপর ফের যৌন নির্যাতন চালিয়ে পাথর ছুড়ে খুন করা হয়। ১৫ পাতার এই চার্জশিটে আরও বলা হয়েছে, ওই অঞ্চল থেকে সংখ্যালঘু যাযাবর সম্প্রদায়ের মানুষকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনামাফিক মেয়েটিকে অপহরণের পর যৌন নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে।


জম্মু ও কাশ্মীর পুলিশের অপরাধ দমন শাখা সূত্রে খবর, কাঠুয়ার রসন্না গ্রামের একটি ছোট মন্দির দেবীস্থানের রক্ষণাবেক্ষণকারী সাঞ্জি রাম এই ঘটনায় প্রধান অভিযুক্ত। তার সঙ্গে যুক্ত ছিল স্পেশাল পুলিশ অফিসার দীপক খাজুরিয়া ও সুরেন্দ্র বর্মা, রামের বন্ধু পরভেশ কুমার ওরফে মন্নু, রামের নাবালক ভাইপো ও ছেলে বিশাল জঙ্গোত্র ওরফে শম্মা। এছাড়া চার্জশিটে বলা হয়েছে, তদন্তকারী আধিকারিকদের মধ্যে হেড কনস্টেবল তিলক রাজ ও সাব-ইন্সপেক্টর আনন্দ দত্ত রামের কাছ থেকে চার লক্ষ টাকা নিয়ে প্রমাণ লোপাট করেছেন। অভিযুক্ত আটজনকেই গ্রেফতার করা হয়েছে।