জম্মু ও কাশ্মীরে রদবদল, উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই কাঠুয়া ধর্ষণকে 'সামান্য ব্যাপার' বলে বিতর্কে বিজেপির কবিন্দর গুপ্তা
Web Desk, ABP Ananda | 30 Apr 2018 07:08 PM (IST)
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভায় সোমবারের রদবদলে বিধানসভার স্পিকার পদ ছেড়ে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই কাঠুয়া ধর্ষণকে মামুলি ঘটনা বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কবিন্দর গুপ্তা। একটি ভিডিও পোস্ট করেছেন কাশ্মীরের কংগ্রেস নেতা সলমন নিজামি। ভিডিওতে কবিন্দরকে ৮বছরের শিশুকন্যার ধর্ষণ ছোটখাটো ব্যাপার, বেশি গুরুত্ব পাওয়ার মতো নয়, দেওয়া উচিত নয় বলতে শোনা গিয়েছে। যদিও বিপাকে পড়তে চলেছেন বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই তিনি সাফাই দেন, সুপ্রিম কোর্ট এখনও এ ব্যাপারে রায় দেয়নি। বারবার এ নিয়ে আলোচনা করে লাভ নেই। আমি বলেছিলাম, এরকম অনেক ঘটনাই আছে। শুধু এটাকে বেশি বড় করে দেখানো ঠিক নয়। কাঠুয়ায় শিশুকন্যা ধর্ষণ, হত্যার প্রেক্ষাপটে আজকের রদবদলে জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভায় আট বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এঁদের মধ্যে আছেন বিজেপি, আরএসএসের পুরানো লোক কবিন্দর গুপ্তা, রাজ্য বিজেপি সভাপতি সত শর্মা। গতকালই উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিজেপি নেতা ডঃ নির্মল সিংহ। তাঁর জায়গায় এলেন গাঁধীনগরের বিধায়ক কবিন্দর। নির্মল সিংহকে করা হয়েছে নতুন স্পিকার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে কবিন্দর বলেন, দল আমায় তিন বছরে পরিবর্তন আনার দায়িত্ব দিয়েছে। জম্মু , কাশ্মীর, লাদাখের মানুষের প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা করব। রাজ্যবাসীর রায় মেনেই আমরা পিডিপি-র সঙ্গে জোট করেছি। আমার আশা, এই জোট মানু্ষের কাজ করবে। এ মাসের গোড়ায় মেহবুবা মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হয় বিজেপির দুই মন্ত্রী লাল সিংহ ও চন্দ্রপ্রকাশ গঙ্গাকে। কাঠুয়া ধর্ষণ, খুনে অভিযুক্তদের সমর্থনে মিছিল করায় প্রবল সমালোচনার জেরে তাঁদের সরে যেতে হয়। তারই ফলশ্রুতিতে আজকের রদবদল।