জম্মু: কাঠুয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাঞ্জি রামের ফাঁসি চায় তাঁর পরিবার। তবে শর্ত একটাই, সিবিআই তদন্তে তাঁকে দোষী সাব্যস্ত হতে হবে। সাঞ্জির এক মেয়ে বলেছেন, ‘আমার বাবা ও ভাই (বিশাল) যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের ফাঁসি দেওয়া উচিত। তবে বিশ্বাসযোগ্য সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। আমরা বিশ্বাসযোগ্য সংস্থার দ্বারা তদন্তের মাধ্যমে ওই মেয়েটির জন্য বিচার চাই। একমাত্র সেই তদন্তের মাধ্যমেই আমাদের বাবা ও ভাই নির্দোষ প্রমাণিত হবে।’
সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাঞ্জির মেয়ে বলেছেন, ‘আমরা সিবিআই তদন্তের দাবি জানানো সত্ত্বেও সংবাদমাধ্যম দাবি করছে, আমরা অপরাধী ও ধর্ষকদের পক্ষে কথা বলছি। আমাদের কথাও শোনা উচিত সংবাদমাধ্যমের। আমরা কেন ক্রাইম ব্র্যাঞ্চের তদন্তে ভয় পাচ্ছি, সেটা জানা উচিত। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি মানেই অপরাধীদের আড়াল করছি বা তদন্তে বাধা দিচ্ছি এটা ভাবা ভুল। আমরা সবসময় মেয়েটির জন্য বিচার চেয়ে এসেছি। একজন মেয়ে হিসেবে ওই মেয়েটির উপর অত্যাচারের ঘটনায় আমি ব্যথিত। কিন্তু ক্রাইম ব্র্যাঞ্চের তদন্ত নিয়ে আমাদের সন্দেহ আছে।’
সাঞ্জির ছোট মেয়েও ক্রাইম ব্র্যাঞ্চের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘আপনারা ভাবতে পারেন চার্জশিটে কী বলা হয়েছে? কোনও একজন বলেছেন, একজন বয়স্ক ব্যক্তি একটি ছোট্ট মেয়েকে ধর্ষণ করার জন্য তাঁর ছেলেকে উত্তরপ্রদেশের কলেজ থেকে ডেকে আনেন। এটা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনা নিয়ে রাজনৈতিক লড়াই চলছে। আমাদের কথা কেউ শুনছে না।’
এদিকে, হিন্দু একতা মঞ্চের মিছিলে যোগ দিয়ে বিতর্কে জড়ানো দুই মন্ত্রী লাল সিংহ ও চান্দের প্রকাশ গঙ্গার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এরই মধ্যে জম্মু ও কাঠুয়া বার অ্যাসোসিয়েশনকে কর্মবিরতি তুলে নিতে বলেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। কাঠুয়ার ঘটনায় আইনজীবীদের ভূমিকা খতিয়ে দেখার জন্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের দল পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বার কাউন্সিল।
সিবিআই তদন্তে দোষী প্রমাণিত হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, বলছে কাঠুয়ার সাঞ্জি রামের পরিবার
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2018 07:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -