কাঠুয়ার ধর্ষিতার পরিবারের অবশ্যই ন্যয়বিচার পাওয়া উচিত, বললেন রাজনাথ
Web Desk, ABP Ananda | 13 Apr 2018 05:21 PM (IST)
নয়াদিল্লি: কাঠুয়ার নির্যাতিতা মেয়েটির পরিবারের ন্যায়বিচার পাওয়া উচিত অবশ্যই। জম্মু ও কাশ্মীরের আট বছরের মেয়েটির ধর্ষণ ও হত্যা ঘিরে সারা দেশে আলোড়ন ছড়িয়ে পড়েছে। তার মধ্যেই এ কথা বললেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসিফা নামে শিশুকন্যার পরিবারের পাশে দাঁড়িয়ে এ কথা বলছেন, সে সময় বিক্ষোভ, প্রতিবাদের ঝড় উঠেছে জম্মু ও কাশ্মীর উপত্যকায়। মেয়েটির ওপর পাশবিক অত্যাচারে অভিযুক্তদের বাঁচানোর দাবিতে রাস্তায় নেমেছে কিছু সংগঠন। পাল্টা কাশ্মীর উপত্যকায় বিক্ষোভ চলছে মেয়েটির ওপর অত্যাচারে দোষীদের শাস্তি চেয়ে। গত ১০ জানুয়ারি যাযাবর বকেরওয়াল মুসলিম সম্প্রদায়ের মেয়েটি কাঠুয়ায় নিজের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সপ্তাহখানেক বাদে তার দেহ পাওয়া যায় ওই এলাকা থেকেই। তদন্তে গঠিত সিট দল আটজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে আছে দুজন স্পেশাল পুলিশ অফিসার, একজন হেড কনস্টেবল। এদের বিরুদ্ধে তথ্য নষ্টের অভিযোগ আনা হয়েছে।