এর আগে ফেসবুকে কাটজু লিখেছিলেন, ‘ওডিশার লোকেদের নিয়ে কী আর লিখব? কলিঙ্গ যুদ্ধে অশোকের হাতে মার খাওয়ার পর থেকেই বেচাররা মনমরা হয়ে আছে। এখন ওদের শুধু পাত্র, মহাপাত্র আর বুদ্ধিমান রাজা (পট্টনায়েক) আছে।’
ওডিশার মানুষ সমালোচনা শুরু করার পরেই ক্ষমা চেয়ে নিয়েছেন কাটজু। তিনি বলেছেন, অনেকবার ওডিশায় গিয়েছেন। কোনার্কের সূর্যমন্দির, লিঙ্গরাজ মন্দিরের অপূর্ব শোভা দেখেছেন। বিহার ও তামিলনাড়ুর মানুষকে নিয়ে যেমন মজা করেছেন, ওডিশার মানুষকে নিয়েও তেমনই মজা করেছেন।