রিলায়েন্সের হয়ে মডেলিং করে যান, ২০১৯-এ শিক্ষা দেবে শ্রমিকরা! মোদীকে কটাক্ষ-হুঁশিয়ারি কেজরীবালের
Web Desk, ABP Ananda | 02 Sep 2016 10:39 AM (IST)
নয়াদিল্লি: বিভিন্ন সংবাদপত্রে দেওয়া মুকেশ অম্বানির রিলায়েন্সের জিও ৪জি-র বিজ্ঞাপনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকায় কটাক্ষ করলেন অরবিন্দ কেজরীবাল। মোদীকে শ্লেষমিশ্রিত ট্যুইটার মন্তব্যে মুকেশের সংস্থার হয়ে ‘মডেলিং করা চালিয়ে যেতে’ বলেছেন দিল্লির আমআদমি পার্টির (আপ) সরকারের মুখ্যমন্ত্রী। তাঁকে ‘মিঃ রিলায়েন্স’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে মুকেশের কোম্পানির হয়ে ‘খোলাখুলি বিজ্ঞাপন করা’র অভিযোগও এনেছেন কেজরীবাল। গতকালই জিও ৪জি সার্ভিস পরিষেবা ঘোষণা করেছে রিলায়েন্স। এদিন দেশের বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মোদী সরকারের ফ্ল্যাগশিপ ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের জন্য ওই পরিষেবাকে উত্সর্গ করেছে তারা। সেই বিজ্ঞাপনেই রয়েছে প্রধানমন্ত্রীর মুখ। এতে আপত্তি তুলে দফায় দফায় ট্যুইট করে কেজরীবাল বলেছেন, মোদীজী রিলায়েন্সের বিজ্ঞাপনের মডেলিং করে যান। দেশের শ্রমিকরা ২০১৯-এ আপনাকে উচিত শিক্ষা দেবে। প্রধানমন্ত্রী আজ মিঃ রিলায়েন্স। মোদীজী যে অম্বানিদের পকেটে, আর কোনও প্রমাণ লাগে সেটা বলতে? ভারতের প্রধানমন্ত্রী কিনা রিলায়েন্সের পণ্যের হয়ে খোলাখুলি ওকালতি করছেন। গতকালই আনুষ্ঠানিক প্রকাশের মঞ্চে মুকেশ বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর ডিজিটাল ভারতের স্বপ্নকে পূর্ণ করবে জিও। ভারতের ডিজিটাল চাহিদা মেটাতে জিও এক বৈপ্লবিক পদক্ষেপ, এও বলেছিলেন তিনি।