চেন্নাই: গত ৩১ ডিসেম্বর রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করেছিলেন তামিল ছবির সুপারস্টার রজনীকান্ত। কিন্তু এখনও তিনি রাজনৈতিক দল গঠন করার কথা ঘোষণা করেননি। অন্য এক চিত্রতারকা কমল হাসান ইতিমধ্যেই রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন। আজ রজনীকান্ত বুঝিয়ে দিলেন, তিনি এক্ষেত্রে পিছিয়ে থাকতে নারাজ। অনুগামীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘বলা হচ্ছে অন্যরা (রাজনৈতিক) শোরগোল তুলছেন এবং তাঁরা (রজনীকান্তর সমর্থক) চুপচাপ আছেন। আমরা উপযুক্ত সময়ে আওয়াজ তুলব।’


তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় এক জনসভায় নাম না করে এভাবেই কমলের রাজনৈতিক দল গঠন নিয়ে প্রচারের জবাব দিলেন রজনীকান্ত। তিনি বলেছেন, ‘তামিলনাড়ুতে কোনও রাজনৈতিক দলের ভোট পাওয়ার নিশ্চয়তা থাকলে, সেটা সম্ভব হয়েছে ভিত্তি গড়ে তোলার ফলে। আমাদের সেরকমই শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। একটি পরিবার ঠিকমতো চালাতে হলেও সেই পরিবারের কর্তাকে উপযুক্ত হতে হয়। এখন থেকে আমার লক্ষ্য রাজনৈতিক দলের জন্য ভিত্তি গড়ে তোলা।’