নয়াদিল্লি: বিচারপতিদের ফোনে আড়ি পাতা হচ্ছে বলে অরবিন্দ কেজরীবালের অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, বিচারপতিদের ফোনে কস্মিনকালে আড়ি পাতা হয়নি।


দিল্লি হাইকোর্টের ৫০তম বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর নতুনতম অভিযোগটি শানান অরবিন্দ কেজরীবাল। তিনি দাবি করেন, তিনি ২ বিচারপতিকে আলোচনা করতে শুনেছেন, ‘ফোনে কথা না বলাই ভাল, আড়ি পাতা চলছে’। তাঁর বক্তব্য, এই অভিযোগ সত্যি না মিথ্যে তিনি জানেন না, তবে সত্যি হলে তা বিপজ্জনক। বিচারবিভাগের স্বাধীনতাখর্বের ‘চেষ্টা’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এখানেই থেমে না থেকে বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গড়িমসির যে অভিযোগ, তা নিয়েও প্রশ্ন তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিচারপতিদের পদ শূন্য থাকা যথেষ্ট চিন্তার বিষয়। তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, নিয়োগে দেরি হলে নানা গুজব ছড়ায়, যা গণতন্ত্রের পক্ষে মোটেই ভাল নয়। শোনা যাচ্ছে, কোনও কোনও মন্ত্রী বিশেষ কয়েকজন বিচারপতির নিযুক্তি চাইছেন, আবার কিছু নামে কেন্দ্রেরই আপত্তি রয়েছে। এভাবে বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশাসনিক হস্তক্ষেপ হলে তা দেশের পক্ষে খারাপ।

ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি তৎক্ষণাৎ অস্বীকার করেন আড়ি পাতার অভিযোগ। তিনি জানান, আইনমন্ত্রী হিসেবে তাঁর সমস্ত অধিকারবলে তিনি পরিষ্কার করে দিতে চান, বিচারপতিদের ফোনে আড়ি পাতার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এ দেশে বিচারপতিরা সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করেন বলে জানিয়ে দেন তিনি।