‘খুন কি দালালি’ মন্তব্য: রাহুলকে তোপ কেজরীবালের
Web Desk, ABP Ananda | 07 Oct 2016 03:57 PM (IST)
নয়াদিল্লি: কেজরীর বোধদয়! ‘খুন কি দালালি’ মন্তব্যের জন্য কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে আক্রমণ করলেন অরবিন্দ কেজরীবাল। বললেন, এই সময়ে রাজনৈতিক বিভেদ দূরে সরিয়ে রেখে প্রধানমন্ত্রীকে সমর্থন করা উচিত। দুদিন আগে নিজেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী নিজেই। তখন মোদীর কাছে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ পেশ করার দাবি তুলে দেশজোড়া আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও, এবার একেবারে উলটপূরাণ কেজরীর। বললেন, আমি রাহুল গাঁধীর মন্তব্যের তীব্র বিরোধিতা করছি, যেখানে তিনি সেনার বলিদান ও সাহসিকতাকে ‘খুন কি দালালি’ বলে অভিহিত করেছেন। নিয়ন্ত্রণরেখার ওপারে গিয়ে জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করার সফল অভিযান করার জন্য সামরিক বাহিনীর প্রশংসা প্রাপ্য বলে জানান কেজরী। যোগ করেন, তিনি আগেও সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন, এখনও জানাচ্ছেন। কেজরীর মতে, এই নিয়ে কোনও রাজনীতি হওয়াই উচিত নয়। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমি বিধানসভায় এবং ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছি, যে সীমান্তে পরিস্থিতি কঠিন। এই সময়ে রাজনৈতিক বিভেদ ভুলে দেশবাসীর উচিত সেনা ও প্রধানমন্ত্রীকে সমর্থন করা।