চেন্নাই: কমল হাসানের রাজনীতির ময়দানে নামার জল্পনা আরও জোরদার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে সাক্ষাত, বৈঠক হল কমলের। দক্ষিণী সিনেমার মহাতারকার রাজনীতিতে নামা উচিত বলে সওয়াল করে তিনি সাম্প্রদায়িকতা, দুর্নীতির মুখ খোলায় তাঁর ভূয়সী প্রশংসা করলেন কেজরীবাল। গত বেশ কিছুদিন ধরেই দুর্নীতি সহ নানা ইস্যুতে তামিলনাড়ুর ক্ষমতাসীন এআইএডিএমকে সরকারের নিন্দায় সরব হয়েছেন কমল। পাল্টা তাঁকে দুষেছেন শাসক দলের মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে সম্প্রতি রাজনীতিতে পা রাখার ইঙ্গিত দিয়ে কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে সাক্ষাত্ করেন ৬২ বছরের প্রবীণ তারকা। কেজরীবালের সঙ্গে তাঁর আজকের সাক্ষাত্ গত তিন সপ্তাহে কমলের দ্বিতীয় হাইপ্রোফাইল বৈঠক। ঘন্টাখানেকের রুদ্ধদ্বার বৈঠকের পর কমলকে পাশে রেখে কেজরীবাল বলেন, দেশে যখন দুর্নীতি, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়েছে, তখন সব সমমনোভাবাপন্ন লোকজনের এইসব ইস্যুতে পরস্পরের সঙ্গে কথা বলা, সমন্বয় রেখে চলা দরকার। আলোয়ারপেটে তামিল সুপারস্টারের বাসভবন তথা কার্যালয়ে বৈঠকের পর আমআদমি পার্টি (আপ) সভাপতি কেজরীবাল জানান, তাঁরা আগামীদিনেও বৈঠক করবেন। কেজরীবালের প্রশংসায় কমল বলেন, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরে খ্যাতি আছে দিল্লির মুখ্যমন্ত্রীর। আমারও এই সুনাম আছে। ফলে এতে অবাক হওয়ার কিছু নেই যে, আমরা দেশ ও তামিলনাড়ুর চলতি পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছি। কেজরীবাল তাঁর সঙ্গে দেখা করায় তিনি আপ্লুত বলে জানান কমল। বলেন, আমার কাছে এটা বড় অভিজ্ঞতা সঞ্চয়, শেখার পালা। আমার উদ্যোগ সম্পর্কে এমন কারও থেকে পরামর্শ নিলাম যিনি সাম্প্রদায়িকতা, দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। কেজরীবাল পাল্টা বলেন, কমল হাসানজীর সততা, সাহসিকতার অধিকারী বলে বিরাট সুনাম আছে। মাথা উঁচু করে থাকা মানুষ আজকাল সংখ্যায় বিরল। কমল হাসানজী সেই মানুষদের একজন, যিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন। রাজনীতিতে আসা উচিত ওনার।