নয়াদিল্লি: রাহুল গাঁধীর পর নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন জানিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করলেন অরবিন্দ কেজরীবালও। দিল্লিতে সরকার গড়ার পর থেকে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে কেজরীবালের আমআদমি পার্টির (আপ) সরকারের আদায় কাঁচকলায় সম্পর্ক। কিন্তু উরি সন্ত্রাসের পাল্টা ভারতীয় সেনার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পর ছবিটা বদলে গিয়েছে। কংগ্রেস সহ সভাপতি মোদীর পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম অভিযানের সিদ্ধান্তকে ‘প্রধানমন্ত্রীসুলভ’ আখ্যা দিয়েছেন। এবার তাঁকে স্যালুট জানালেন কেজরীবাল। উচ্ছ্বসিত প্রশংসা করলেন সেনা জওয়ানদের বীরত্বের। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভারত-বিরোধী কুত্সার জবাব দিতেও মোদী সরকারকে আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, গত সপ্তাহে আমাদের জওয়ানরা শৌর্য, সাহসের পরিচয় দিয়ে উরি হামলায় ১৯ জওয়ানের মৃত্যুর বদলা নিয়েছেন। অন্তত ১০০টা ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি সন্ত্রাসবাদী হামলার মোকাবিলার সদিচ্ছা দেখিয়েছেন, তাঁকে কুর্নিশ করছি।

পাকিস্তান ভারতীয় সেনার অভিযানের পর ‘প্রচণ্ড ক্রোধে ক্ষিপ্ত, উন্মত্ত’ হয়ে উঠেছে বলে মন্তব্য করে কেজরীবাল বলেন, ওরা অপপ্রচার চালাচ্ছে, নোংরা রাজনীতি করছে। গত দুদিনে পাকিস্তান বিদেশি সাংবাদিকদের সীমান্ত এলাকায় ঘুরিয়ে ওদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে, সেখানে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক হয়ইনি! দুদিন বাদে রাষ্ট্রপুঞ্জও বিবৃতি দিল, এমন কিছুই ঘটেনি সীমান্তে। খবরটা শুনে আমার রক্ত গরম হয়ে উঠেছিল। পাকিস্তান আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচারে নেমেছে।

প্রসঙ্গত, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল বান কি মুনের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছিলেন, নিয়ন্ত্রণরেখায় কোনও গোলাগুলি নজরে আসেনি ভারত ও পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্ববেক্ষক গোষ্ঠীর। সেই পরিপ্রেক্ষিতে কেজরীবাল বলেন, প্রধানমন্ত্রীকে আমার আবেদন, যেভাবে তিনি ও সেনাবাহিনী পাকিস্তানে মাটিতে শিক্ষা দিলেন, সেভাবেই আন্তর্জাতিক স্তরে পাকিস্তানি প্রচারের স্বরূপ উন্মোচন করুন। গোটা দেশ আপনার সঙ্গে আছে। দেশের মানুষকেও আমার পরামর্শ, তাঁরা যেন পাকিস্তানের মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হন।

এ পর্যন্ত মোদী সরকার ও তার পাকিস্তান  নীতির বিরোধিতা করে আসা কেজরীবাল সম্ভবত এই প্রথম তাঁর গুণগানে মুখর হলেন।