নয়াদিল্লি: হরিয়ানার সঙ্গে বিবাদের জেরে আগামী সপ্তাহে তীব্র জলসঙ্কটের সম্মুখীন হতে চলেছে রাজধানী দিল্লি। এই আগাম আশঙ্কা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কেজরীবাল জানান, ১৯৯৬ সাল থেকে প্রতিদিন ১,১৩৩ কিউসেক জল হরিয়ানা থেকে যমুনার পেয়ে আসছে দিল্লি। কিন্তু, সম্প্রতি তা কমিয়ে দিয়েছে প্রতিবেশী রাজ্য। এই নিয়ে দুরাজ্যের মধ্যে মামলা চলছে সুপ্রিম কোর্টে।
হরিয়ানাকে ২১ মে পর্যন্ত পুরো জল সরবরাহ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ, আগামী সোমবার থেকে জলের পরিমাণ কমবে। কেজরীবালের আশঙ্কা, তেমনটা হলে, রাজধানীতে তীব্র জলসঙ্কট দেখা দেবে। আইনশৃঙ্খলার পরিস্থিতিরও অবনতি হবে।
প্রধানমন্ত্রীকে কেজরীবাল আর্জি করেন, যতদিন না বিষয়টির মীমাংশা আদালতে হচ্ছে, ততদিন হরিয়ানা সরকারকে অনুরোধ করতে যাতে তারা জল সরবরাহের পরিমাণ না কমায়।
প্রধানমন্ত্রীর পাশাপাশি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকেও একই অনুরোধ করেছেন কেজরীবাল। বলেছেন, যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সময়ও কম, তাই জরুরি ভিত্তিতে এর সমাধান বের করা হোক।
প্রসঙ্গত, বুধবারই সুপ্রিম কোর্টে হরিয়ানা সরকার জানিয়েছে, শীর্ষ আদালতের পূর্ব নির্দেশানুসারে তারা ২১ তারিখ পর্যন্ত জলের পরিমাণ কমাবে না। এই প্রেক্ষিতে দিল্লি সরকারকে শীর্ষ আদালত জানিয়েছে, যাতে তারা হরিয়ানা সরকারকে অনুরোধ করে সময়সীমার পর বর্তমান জল সরবরাহ করে।