নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আপত্তিতে সমাজকল্যাণ মন্ত্রী সন্দীপ কুমারের ভিখারিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা বাতিল হয়ে গেল।
সন্দীপের প্রস্তাব অনুসারে, আগামী সোমবার থেকেই দিল্লিতে ভিখারিদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার কথা ছিল। তবে দিল্লিকে ‘ভিখারি মুক্ত’ করার এই পরিকল্পনার বিষয়ে মুখ্যমন্ত্রী তো দূর, নিজের দফতরের সচিবের সঙ্গেও আলোচনা করেননি সন্দীপ। তিনি নিজেই যাবতীয় পরিকল্পনা করেন। দিল্লিতে কাউকে ভিক্ষা চাইতে দেখলেই ধরে নিয়ে আদালতে যাওয়ার জন্য ১০টি দলও গঠন করেছিলেন মন্ত্রী। তাঁর ইচ্ছা ছিল, আদালতই এই ভিখারিদের বিষয়ে সিদ্ধান্ত নিক।
কিন্তু কেজরীবাল এই পরিকল্পনার কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন। তিনি ট্যুইটারে সমাজকল্যাণ দফতরের এই পদক্ষেপকে অমানবিক বলে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করার নির্দেশ দেন। এরপরেই সন্দীপ তাঁর পরিকল্পনা বাতিল করেন।
দিল্লি সরকারের এক আধিকারিক বলেছেন, ভিখারিদের বিষয়টি অত্যন্ত জটিল। আরও সংবেদনশীলতার সঙ্গে বিষয়টির মোকাবিলা করতে হবে। সমাজকল্যাণ মন্ত্রী যে পরিকল্পনা করেছিলেন তাতে গলদ ছিল। ফলে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক ছিল।
দিল্লির সমাজকর্মী হর্ষ মান্দেরও সমাজকল্যাণ মন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ২০১০ সালের কমনওয়েলথ গেমসের আগেও এই ধরনের পরিকল্পনা করা হয়েছিল। তার ফল ভাল হয়নি। দু ভাবে একটি শহরকে ‘ভিখারি মুক্ত’ করা যায়। একটি পথ হল সামাজিক নিরাপত্তাব্যবস্থা তৈরি করা এবং অপর ব্যবস্থা হল সহায়-সম্বলহীন মানুষকে জোর করে তাড়িয়ে দেওয়া। এক্ষেত্রে মানুষকে ভয় দেখানো হচ্ছে।
দিল্লিকে ‘ভিখারি মুক্ত’ করার পরিকল্পনা মন্ত্রীর, বাতিল করলেন কেজরীবাল
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jul 2016 11:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -