ডিওয়াইএফআই সভাপতির সঙ্গে বিয়ে হচ্ছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2020 08:04 PM (IST)
সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সভাপতি মহম্মদ রিয়াজকে বিয়ে করবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা টি-র। বেঙ্গালুরুতে আইটি সংস্থা এক্সালোজিক সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার বীণা টি। অন্যদিকে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রিয়াজ পেশায় উকিল।
তিরুবনন্তপুরম: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সভাপতি মহম্মদ রিয়াজকে বিয়ে করবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা টি-র। বেঙ্গালুরুতে আইটি সংস্থা এক্সালোজিক সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার বীণা টি। অন্যদিকে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রিয়াজ পেশায় আইনজীবী। তিনি ২০০৯-র লোকসভা নির্বাচনে কোঝিকোড় আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। কংগ্রেস প্রার্থী এমকে রাঘবনের কাছে হেরে যান তিনি। রিয়াজ কেরলে সিপিএমের রাজ্য কমিটির সদস্যও। উল্লেখ্য, ৪০ বছরের বীণা ও ৪৪ বছরের রিয়াজ দুজনেই বিবাহবিচ্ছিন্ন। তাঁরা দুজনেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। প্রথম পক্ষের বিয়েতে বীণার এক পুত্রসন্তান রয়েছে। রিয়াজও দুই সন্তানের বাবা। সূত্রের খবর, একেবারে সাটামাটাভাবে আগামী ১৫ জুন রিয়াজ ও বীণা বিয়ে করছেন। উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা। বিয়াজ ও বীণার বিয়ে প্রসঙ্গে ডিওয়াইএফআইয়ের এক নেতা বলেছেন, এটি একান্তই তাঁদের ব্যক্তিগত বিষয়। রিয়াজ ও বীণা দুজনেই গত পাঁচ বছর বিবাহবিচ্ছিন্ন। তাঁরা দীর্ঘদিন ধরেই একে অপরের পরিচিত। তাঁদের বিয়ের সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কালিকটের বাসিন্দজা রিয়াজের বাবা পিএম আব্দুল খাদর অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক। কলেজে পড়ার সময় থেকেই রাজনীতির সঙ্গে সম্পর্ক রিয়াজের। প্রথমে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক নিযুক্ত হয়েছিলেন তিনি। ২০১৭-র ফেব্রুয়ারিতে সংগঠনের সভাপতি নিযুক্ত হন তিনি। টেলিভিশন বিতর্কে সিপিএমের পক্ষে তিনি পরিচিত মুখ। অন্যদিকে, বীণা বেঙ্গালুরুতে একটি স্টার্টআপ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর।