নয়াদিল্লি: কোঝিকোড়ে বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যের ছয় মন্ত্রী। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে সামিল কেরল সরকারের অন্তত ২০ জন আধিকারিকের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর বিজয়ন ও মন্ত্রীরা নিজেদের সেল্ফ-কোয়ারেন্টিন করেছেন।
যে মন্ত্রীরা নিজেদের সেল্ফ কোয়ারেন্টিন করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজাও। এছাড়াও স্থানীয় স্বশাসন মন্ত্রী এসি মোইদিন, রাজস্বমন্ত্রী ই চন্দ্রশেখরন, শিল্পমন্ত্রী ইপি জয়রাজনও কোয়ারেন্টিনে গিয়েছেন।
এই পরিস্থিতি কেরলের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, সহযোগিতা ও দেবস্বোম মন্ত্রী কাডাকামপল্লী সুরেন্দ্রন আগামীকাল তিরুঅনন্তপুরমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন।
করোনা আক্রান্ত আধিকারিকদদের মধ্যে রয়েছেন মালাপ্পুরমের জেলা কালেক্টর, সাব-কালেক্টর, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর এবং পুলিশ সুপার।
কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে সামিল ২০ আধিকারিকের করোনা টেস্ট পজিটিভ, সেল্ফ-কোয়ারেন্টিনে পিনারাই বিজয়ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Aug 2020 09:41 PM (IST)
যে মন্ত্রীরা নিজেদের সেল্ফ কোয়ারেন্টিন করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজাও। এছাড়াও স্থানীয় স্বশাসন মন্ত্রী এসি মোইদিন, রাজস্বমন্ত্রী ই চন্দ্রশেখরন, শিল্পমন্ত্রী ইপি জয়রাজনও কোয়ারেন্টিনে গিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -