তিরুবনন্তপুরম: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই সভাপতি পিএ মহম্মদ রিয়াসকে বিয়ে করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীনা থায়িক্কানদিয়িল। বীনা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিরুবনন্তপুরমে নিতান্ত ঘরোয়া একটি অনুষ্ঠানে সোমবার বিয়ে হল বীনা ও রিয়াসের।
বিশেষ বিবাহ আইনে বিয়ের রেজিস্ট্রেশন আগেই হয়েছিল। আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে হল বিয়ের সাদামাটা অনুষ্ঠান। ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা।
বীণা বেঙ্গালুরুর একটি ছোট আইটি সংস্থার ডিরেক্টর। ওরাকল ফার্মে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সেখানে আট বছর কাজ করার পর তিরুবনন্তপুরম একটি আইটি সংস্থার সিইও হন। এখন তিনি ইক্সালোজিক সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রধান। ২০১৫-তে বেঙ্গালুরুতে এই সংস্থার পথ চলা শুরু হয়েছিল।
অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক পিএম আব্দুলখাদরের ছেলে রিয়াস স্কুলে পড়ার সময় থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রথমে তিনি ডিওয়াইএফআই-এর যুগ্ম সচিব নিযুক্ত হন। এরপর ২০১৭-র ফেব্রুয়ারিতে ডিওয়াইএফআই সভাপতি নিযুক্ত হন।



২০০৯-র লোকসভা নির্বাচনে কোঝিকোড় আসন থেকে সিপিএম প্রার্থী হিসেবে লড়াই করেছিলে। কিন্তু মাত্র ৮৩৮ ভোটের ব্যবধানে হেরে যেতে হয় কংগ্রেস প্রার্থীর কাছে।
ওই সময় রিয়াসের প্রার্থীপদ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু সিপিএমের তত্কালীন রাজ্য সম্পাদক বিজয়ন তরুণ ও সংখ্যালঘুদের সুযোগ দানের তত্ত্ব তুলে ধরে বিতর্কের জবাব দিয়েছিলেন।
রিয়াস ও বীণা-উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। ২০০২-এ প্রথম বিয়ে হয়েছিল রিয়াসের। বিবাহবিচ্ছেদ হয় ২০১৫-তে। প্রথম বিয়েতে তাঁর দুই সন্তান রয়েছে। এক সন্তানের জননী বীণারও বিবাহবিচ্ছেদ হয়েছিল ২০১৫-তে।