তিরুঅনন্তপুরম: পার্কে বসা যুগলের ওপর ‘নীতি-পুলিশগিরির’ অভিযোগ উঠল খোদ উর্দিধারীদের বিরুদ্ধেই। আর গোটা ঘটনার ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ‘লাইভ’ তুলে দিলেন ওই যুগল! ঘটনাটি কেরলের।


খবরে প্রকাশ, সম্প্রতি তিরুঅনন্তপুরমের একটি মিউজিয়াম পার্কের বেঞ্চে বসেছিলেন এক অল্পবয়স্ক যুগল। অভিযোগ, সেই সময় দুই পুলিশকর্মী এসে তাঁদের বিরুদ্ধে ‘আপত্তিজনক’ অবস্থায় বসে থাকার অভিযোগ তোলেন।


ওই ব্যক্তির দাবি, পুলিশকর্মীরা দাবি করেন, তাঁরা (ব্যক্তি ও তাঁর সঙ্গী) না কি বসে ‘কুরুচিপূর্ণ’ আচরণ করছিলেন। ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, তিনি স্রেফ তাঁর মহিলা-সঙ্গীর কাঁধে হাত রেখেছেন। এটা কোথাকার কুরুচিপূর্ণ আচরণ?


অভিযোগ, ওই পুলিশকর্মীরা তখন দাবি করেন, তাঁরা (যুগল) অনৈতিক আচরণ করেছেন। পুলিশের এই আচরণে এতটাই ক্ষুব্ধ হন ওই যুগল, যে সঙ্গে সঙ্গে গোট ঘটনার ভিডিও ফেসবুকে লাইভ করে পোস্ট করে দেন।


দেখুন সেই ভিডিও:



পরে ওই মহিলা ও তাঁর সঙ্গী জানিয়েছেন, পুলিশকর্মীদের আচরণে তাঁদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। অভিযুক্ত ২ উর্দিধারীর বিরুদ্ধে তাঁরা আইনি পদক্ষেপ গ্রহণের কথাও ভাবছেন বলে জানান ওই যুগল।


মহিলা বলেন, যাঁরা এধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তাঁদের এগিয়ে এসে খোলাখুলি এর বিরুদ্ধে বলা উচিত। ওই ব্যক্তি যোগ করেন, ২ পুলিশকর্মীর মধ্যে একজন আবার মহিলা অফিসার ছিলেন।


এদিকে, ওই ঘটনার পর যুগলকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯০ ধারায় অভিযোগ দায়ের করা হয়।


প্রসঙ্গত, সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, যারা নীতি-পুলিশগিরি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।