তিরুঅনন্তপুরম: বিয়ের পর ফটোশ্যুট এখন নববিবাহিতদের মধ্যে দারুণ জনপ্রিয়। গুগলে অফ বিট জায়গা ঢুঁড়ে ফেলে সেখানে হাজির হয়ে নতুন নতুন পোশাক পরে ছবি তোল, তারপর তা আপলোড কর ফেসবুক, ইনস্টাগ্রামে। কয়েকশো বটেই, লাইক কখনও কখনও হাজার পেরিয়ে যায়। কিন্তু সম্পূর্ণ অন্যভাবে ফটোশ্যুট করালেন কেরলের এই স্বামী স্ত্রী। কাদা মাখামাখি হয়ে তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

যুগলের নাম জোস ও অনীশা। জোস রাজনীতিক, অনীশা ইংল্যান্ডে নার্সের চাকরি করেন। দেখুন তাঁদের ফটোশ্যুট


ছবিগুলো তুলেছে বিনু সিনস ওয়েডিং কোম্পানি। কোম্পানির মালিক বিনু জানিয়েছেন, সদ্যবিবাহিতরা সব সময় ছবি তোলার জন্য এমন বিষয় চান, যাতে সেই স্মৃতি অক্ষয় থাকে। তাই তিনিই এই যুগলকে কাদা মেখে ফটোশ্যুটের পরামর্শ দেন। বেশিরভাগই পছন্দ করেন রোম্যান্টিক ফটোশ্যুট কিন্তু এই মাড লাভ পোস্ট ওয়েডিং থিম এর আগে কখনও হয়নি।