তিরুবনন্তপুরম: করোনা-আতঙ্কের মধ্যেই কেরলে ছড়াল বার্ড ফ্লু। কেরলের মলপ্পুরমের পারাপ্পানানগড়িতে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা সামনে আসার পর মোতায়েন স্পেশাল স্কোয়াড। স্পেশাল স্কোয়াডের তরফে সংক্রমণ ছড়াতে পারে এমন মুরগি চিহ্নিত করে নিধনপ্রক্রিয়া চালানো হবে।কেরল সরকার এই মুরগি নিধনের নির্দেশ দিয়েছে।
সরকারি সূ্ত্রে জানানো হয়েছে, উত্সকেন্দ্রের এক কিলোমিটার ব্যাসের মধ্যে সমস্ত পোলট্রি নিধনের জন্য স্পেশ্যাল স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
ডিজিজ ইন্সপেকশন অফিসার নন্দ কুমার বলেছেন, এই কাজে ১০ টি স্পেশ্যাল স্কোয়াড নিয়োগ করা হয়েছে।
গত সাত মার্চ কেরলের কোডিয়াথুর ও ভেনগিরি গ্রামে দুটি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঘটনা ধরা পড়ে।
কোঝিকোড়ের জেলা কালেক্টর সিরাম সাম্বাসিভা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের জন্য অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
করোনা-আতঙ্কের মধ্যেই কেরলে বার্ড ফ্লু, মোতায়েন স্পেশাল স্কোয়াড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2020 12:09 AM (IST)
করোনা-আতঙ্কের মধ্যেই কেরলে ছড়াল বার্ড ফ্লু। কেরলের মলপ্পুরমের পারাপ্পানানগড়িতে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা সামনে আসার পর মোতায়েন স্পেশাল স্কোয়াড। স্পেশাল স্কোয়াডের তরফে সংক্রমণ ছড়াতে পারে এমন মুরগি চিহ্নিত করে নিধনপ্রক্রিয়া চালানো হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -