কোচি: স্কুল-কলেজে ধর্মঘট বা কর্মবিরতি চলবে না কেরলে। বুধবার এমনই নির্দেশ দিল কেরল হাই কোর্ট। নিষিদ্ধ করা হল শিক্ষাঙ্গনে ধর্মঘট।

বিচারপতি পিবি সুরেশ কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ দৃষ্টান্তমূলক রায়ে বলেছে, ‘ধর্মঘটে শিক্ষাঙ্গনের কাজকর্মে ক্ষতি হওয়া অনুচিত। কলেজ তো পড়াশোনা করার জন্য। ধর্মঘটের জন্য নয়। ক্যাম্পাসে কোনও মিছিল বা ঘেরাও চলবে না। কাউকে ধর্মঘট ডাকার জন্য প্ররোচনা দেবেন না।’

বিচারপতি জানিয়েছেন যে, এই রায় স্কুল ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য। বিচারপতি বলেছেন, ‘অন্যদের অধিকার খর্ব করবেন না। কলেজ শান্তিপূর্ণ আলোচনা বা ভাবনা আদান-প্রদানের জায়গা হওয়া উচিত। যদি এই রায়ের বিরোধী কোনও কাজকর্ম লক্ষ্য করা যায়, তাহলে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। পুলিশ ডেকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারে।’

শিক্ষাঙ্গনে রাজনীতি আটকাতে কেরলের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই শুনানিতেই বুধবার এই রায় দিয়েছে কেরল হাইকোর্ট।