কোচি: বিতর্কিত মালয়ালম ছবি এস দুর্গা গোয়ায় চলতি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্যানোরামা বিভাগে দেখানোর জন্য এক বিচারপতির বেঞ্চের নির্দেশ স্থগিত রাখার আর্জি বাতিল করল কেরল হাইকোর্ট। ছবিটির সম্প্রচার বন্ধ রাখতে বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারির নির্দেশ চেয়ে হাইকোর্টে আবেদন করে কেন্দ্রীয় সরকার। সেটি গ্রহণ করে হাইকোর্ট।
কেন্দ্রের পিটিশনে বলা হয়, জুরিরা বাছাই করলেও কেন্দ্রীয় ফিল্ম সেন্সর বোর্ডের (সিবিএফসি) শংসাপত্র না থাকলে প্যানোরামা বিভাগের নিয়মে যে ছাড়পত্র লাগে, তা ছিল না ছবিটির। তাছাড়া এখন এস দুর্গা-কে তালিকায় ঢোকানো হলে উত্সবের নির্ঘন্টই ওলটপালট হয়ে যেতে পারে বলেও কেন্দ্রীয় সরকারের তরফে সওয়াল করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রের বক্তব্য মানতে অস্বীকার করে অস্থায়ী প্রধান বিচারপতি অ্যান্টনি ডোমিনিক ও বিচারপতি এ মুহামদ মুস্তাকের বেঞ্চ।
প্রসঙ্গত, মারাঠি ছবি ন্যুড-এর পাশাপাশি এস দুর্গা-ও উত্সব থেকে বাদ দেয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এর প্রতিবাদে এক বিচারপতি বেঞ্চে আবেদন করেছিলেন ছবির পরিচালক সনল কুমার শশীধরন। ১৩ সদস্যের জুরির মনোনয়ন অগ্রাহ্য করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের ছবি দুটি বাদ দেওয়ার সিদ্ধান্ত 'অসাংবিধানিক' বলে দাবি করেছিলেন তিনি।