ধর্মের নামে ভোট চেয়ে জেতার অভিযোগ, কেরলে কংগ্রেস জোটের বিধায়কের সদস্যপদ খারিজ
Web Desk, ABP Ananda | 09 Nov 2018 01:34 PM (IST)
কোচি: ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ২০১৬-র বিধানসভা ভোটে জিতেছেন, এই অভিযোগে পেশ হওয়া পিটিশনের প্রেক্ষিতে ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ (আইইউএমএল) বিধায়কের সদস্যপদ ৬ বছরের জন্য বাতিল করল কেরল হাইকোর্ট। কে এম শাজি নামে ওই বিধায়ক আঝিকোড় বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন। কেরল হাইকোর্টের বিচারপতি পি ডি রাজন কেরল বিধানসভার স্পিকার, নির্বাচন কমিশনকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ওই কেন্দ্রের বাম গণতান্ত্রিক মোর্চার প্রার্থী এম ভি নিকেশ কুমারের আবেদনের ভিত্তিতেই শাজির বিধায়কপদ খারিজ করেছে আদালত। নিকেশের পিটিশনে দাবি করা হয়েছে, শাজি অসদুপায় অবলম্বন করে ২২৮৭ ভোটে জেতেন। ভোটে জেতার জন্য শাজি জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারা ভেঙেছেন বলেও অভিযোগ নিকেশের। তাঁর দাবি, মুসলিম গোষ্ঠীর প্রতিনিধি হওয়ার সুবাদে শাজি নিজে ও তাঁর এজেন্টরা ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন মানুষের কাছে, এমনকী ওই কেন্দ্রে প্রচারপত্র ছড়িয়েও বলা হয়, ইসলামে বিশ্বাসী নন, এমন কাউকে ভোট দেবেন না। রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক আইইউএমএল জানিয়েছে, রায়ের কপি হাতে পেলেই তারা আদালতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।