তিরুঅনন্তপুরম: ফেসবুকে ঋতুঃস্রাব সংক্রান্ত প্রচলিত গোঁড়া ধ্যানধারণার নিন্দা করে লেখা কবিতা পোস্ট করায় তাঁকে দক্ষিণপন্থী গোষ্ঠীর লোকজন অনলাইনে ধমক-চমক দিচ্ছে বলে অভিযোগ কেরলের এক ১৮ বছরের আইনের ছাত্রীর। কেরলের পাথানামথিত্তা জেলার মাল্লাপ্পল্লীর বাসিন্দা নবমী রামচন্দ্রন নামে মেয়েটি জানিয়েছেন, ঋতুঃস্রাব সংক্রান্ত কবিতায় তিনি ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন বলে দাবি হুমকি দেওয়া লোকজনের। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী নবমীর দাবি, সোস্যাল মিডিয়ায় তাঁকে যারা ধমক দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তারা আরএসএস করে।


নবমী জানিয়েছেন, সোস্যাল মিডিয়ায় ঋতুঃস্রাব নিয়ে খোলাখুলি মত প্রকাশ করে তাঁর মতোই হুমকি পেতে হয়েছে আরেক পড়ুয়াকে। তাকে সমর্থন করেই তিনি কবিতাটি পোস্ট করেছেন।
নবমীর অভিযোগ, তাঁর স্কুল পড়ুয়া বোন লক্ষ্মীকেও রাস্তায় ভয় দেখিয়েছে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী, যারা মুখ ঢেকে বাইকে চেপে এসেছিল।
নবমী বলেন, সাম্প্রতিক ঘটনাবলী বিচার করে কোনও সন্দেহই হওয়ার কথা নয় যে, এর পিছনে আরএসএস-ই জড়িত।
তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।