তিরুঅনন্তপুরম: মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে মৌলবির রোষে কেরলের কলেজ ছাত্রী! গত ১৮ আগস্ট কোঝিকোড়ের মারকাজ ল কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন মন্ত্রী টমাস আইজ্যাক। পুরস্কার পাওয়া কয়েকজন পড়ুয়ার সঙ্গে হাত মেলান তিনি। তাদের মধ্যে ছিল মেয়েটিও। কিন্তু মন্ত্রীর সঙ্গে করমর্দন ‘অত্যন্ত অনৈতিক’, শরিয়ত-বিরোধী বলে দাবি নৌশাদ আহসানি নামে ওই মৌলবির।
মুসলিম পুরুষ, মহিলাদের প্রকাশ্যে কেমন আচরণ করা উচিত, আহসানি সে ব্যাপারে তাঁর ভাষণে আইজ্যাকের সঙ্গে মেয়েটির হাত মেলানোর একটি ছবি দেখান। বলেন, একটি অবিবাহিত মেয়ের এটা করা একেবারেই উচিত হয়নি। কলেজ ক্যাম্পাসে কেন এমন হতে দিয়েছে কর্তৃপক্ষ, সেই প্রশ্নও তোলেন তিনি।
দ্বিতীয় বর্ষের আইনের ছাত্রীটি অভিযোগনামায় বলেছে, ভাষণের পর মন্ত্রীর সঙ্গে তাঁর হাত মেলানোর একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় তুলে দেন আহসানি। তাঁর অভিযোগ, সৌজন্য দেখিয়ে মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। কিন্তু সৌজন্যমূলক ব্যবহারের অপব্যাখ্যা করেছেন মৌলবি, তাঁকে জনসমক্ষে অবমাননা করতে হাত মেলানোর মধ্যে যৌন অভিপ্রায় খুঁজেছেন মৌলবি।
ছাত্রীর অভিযোগের ভিত্তিতে কেরল পুলিশ আইনের ১১৯ ধারায় (মহিলা নিগ্রহের জন্য সাজা) অভিযুক্ত করে মামলা রুজু করা হয়েছে নামে ওই মৌলবির বিরুদ্ধে। তদন্তকারী পুলিশ অফিসার বলেছেন, মহিলাদের ওপর অত্যাচার সংক্রান্ত ধারায় অভিযুক্ত করা হয়েছে তাঁকে। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ভিডিওটি খতিয়ে দেখছে সাইবার সেল। তাদের পরীক্ষা শেষ হলে আরও ধারা যোগ করা হবে।
আহসানির ভাষণের নিন্দা করেছে ছাত্র সংগঠনগুলিও। এ ধরনের সাম্প্রদায়িক রং লাগানো মন্তব্য ভুল বার্তা দেবে বলে অভিমত জানিয়ে তাঁর সমালোচনা করেছে তারা।
শরিয়ত-বিরোধী! পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে মৌলবির রোষে কেরলের কলেজ-ছাত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2016 04:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -