ত্রিশূর: পায়ের তলা থেকে জমি যত সরছে তত মরিয়া হয়ে উঠছে আইএসআইএস। এবার তারা টার্গেট করেছে কেরলের বিখ্যাত ধর্মস্থান সবরীমালা মন্দির। কেরল পুলিশ ত্রিশূর রেল স্টেশনে অ্যালার্ট জারি করেছে, যে আইএস জঙ্গিরা তীর্থযাত্রীদের পানীয় জলে বিষ মেশানোর ছক কষেছে।
রেল পুলিশ চিঠি পাঠিয়েছে ত্রিশূরের স্টেশন ম্যানেজারের কাছে। তাতে বলা হয়েছে, পুলিশের কাছে গোয়েন্দা সূত্রে খবর, আইএস জঙ্গিরা বিভিন্ন ট্রেনে করে আসা সবরীমালার উদ্দেশে আসা ও ত্রিশূর রেল স্টেশনে পা রাখা অমুসলিম তীর্থযাত্রীদের বিষ মেশানো জল পান করানোর মতলব এঁটেছে। তাই যাত্রীদের পানীয় জল ও খাদ্যদ্রব্যের নিরাপত্তা যথাযথ করা হোক।
সপ্তাহদুয়েক আগে খবর বার হয়, আইএস ভারতে জেহাদের ডাক দিয়েছে, কুম্ভ মেলা ও ত্রিশূর পুরমের মত ধর্মীয় উৎসবে ভিড়ের ওপর ট্রাক চালিয়ে দেওয়ার মত লোন উলফ হামলা চালানোর পক্ষপাতী তারা। অমুসলিমদের বিষ দেওয়ারও পরামর্শ দিয়েছে।
সবরীমালা মন্দিরের জলে বিষ মেশাতে পারে আইএস, অ্যালার্ট জারি করল কেরল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2017 11:00 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -