কোট্টায়াম (কেরল): সিনিয়রদের র‌্যাগিংয়ে কিডনি বিকল হল সরকারি পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রের। গুরুতর অবস্থায় বর্তমান হাসপাতালে ভর্তি ওই পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলে।

Continues below advertisement


সম্প্রতি, ওই ছাত্রকে দীর্ঘক্ষণ ধরে র‌্যাগিং করে নাট্টাকম জেলায় অবস্থিত ওই কলেজে পাঠরত ৮ জন সিনিয়র ছাত্র। জানা গিয়েছে, অমানুষিক অত্যাচার চালানো হয় তাঁর ওপর। তারপর বলপূর্বক মদের সঙ্গে বিষাক্ত জিনিসও খাওয়ানো হয়।


অভিযোগ, টানা ছয় ঘণ্টা ধরে র‌্যাগিং করা হয়। এর মধ্যে কঠোর শারীরিক কসরতও করানো হয় ওই ছাত্রকে। এরপর মদের সঙ্গে কিছু ক্ষতিকারক গুঁড়ো মিশিয়ে তাঁকে জোর করে খাওয়ানো হয়।



গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ত্রিশূরের একটি হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা জানান, ওই ছাত্রের দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছে। বর্তমানে তাঁর ডায়ালিসিস চলছে।


অভিযুক্ত ছাত্ররা কলেজ সংলগ্ন হোস্টেলে থাকত। এই ঘটনার পর থেকে সকলেই পলাতক। পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কলেজ থেকেও তাদের সাসপেন্ড করা হয়েছে।


ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে গিয়ে ওই ছাত্রের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডী। রাজ্য সরকার ওই ছাত্রের চিকিৎসার সব খরচ বহন করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।



পুলিশ জানিয়েছে, ঘটনাটি চলতি মাসের গোড়ায় হয়েছে। গত ১০ দিনে তিনবার ডায়ালিসিস করতে হয়েছে প্রথম বর্ষের ওই ছাত্রের। পুলিশ আরও জানিয়েছে, আরও এক ছাত্র অভিযুক্তদের হাতে র‌্যাগিংয়ের শিকার হয়েছেন। তাঁকেও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাঁর অবস্থা স্থিতিশীল।