মীনাক্ষীম্মা নামে এই মহিলার বয়স ৭৬। কিন্তু বয়সের কোনও ছাপই পড়েনি তাঁর চেহারায়। কলারিপায়াত্তুতে একটি প্রাচীন মার্শাল আর্ট প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেন তিনি। গত ৬৬ বছর ধরে সেখানের সঙ্গে যুক্ত তিনি। বহু শিক্ষার্থী তাঁর তত্ত্বাবধানে মার্শাল আর্ট শিখেছে।
ভিডিওতে দেখুন: নিজের বয়সের অর্ধেক বয়স্ক এক তরুণকে কেমন অনায়াসে কুপোকাত করলেন এই মহিলা...