কোট্টায়াম: একুশ বছরের এক তরুণীকে নাবালকের ওপর যৌন অত্যাচার চালানোর অভিযোগে পক্সো আইনে গ্রেফতার করা হয়েছে। ধৃত তরুণী পেশায় বিউটিশিয়ান। ঘটনাটি ঘটেছে কেরলের কোট্টায়াম জেলায়।
প্রসঙ্গত, সতেরো বছরের ওই নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতেই ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। নাবালকের মায়ের দাবি, তাঁর ছেলেকে জোর করে আটকে রেখে তার ওপর যৌন অত্যাচার চালাচ্ছে মেয়েটি। এরপর যে বাড়িতে তারা দুজন ছিল সেখানে গিয়ে দরজা ভেঙে ঢোকে রামাপুরাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তারা দুজন নিজে থেকে বাইরে আসতে অস্বীকার করে।
এর্নাকুলামের বাসিন্দা ওই তরুণীকে কোট্টায়ামের জেলা আদালতে আজ পেশ করা হয়। আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। জানা গিয়েছে ফেসবুকের মাধ্যমেই তাদের বন্ধুত্ব। ধীরে ধীরে ফেসবুকেই তাদের বন্ধুত্ব গাঢ় হয়।
নাবালককে আটকে রেখে যৌন অত্যাচার, গ্রেফতার বিউটিশিয়ান তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2017 01:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -