সাত বছরের মেয়েকে ধর্ষণের পর খুন করে দেহ পুঁতে দিল তারই আত্মীয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2017 02:35 PM (IST)
C
তিরুঅনন্তপুরম: সাত বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করল তারই এক আত্মীয়। খুনের পর আবার সেই ছোট দেহটি ওই ব্যক্তি পুঁতে দেয় এক রাবার কারখানার ভিতর। ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লামের কুলাথুপুঝাতে। জানা গিয়েছে মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিল। সকালে টিউশন পড়ার জন্যে মেয়েটি বেরোয়। তারপর আর বাড়ি ফেরেনি। মেয়ে না ফেরায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে ওঠেন বাবা-মা। এরপরই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত শুরু করলে, রাজধানী তিরুঅনন্তপুরম থেকে ৬০ কিমি দূরে একটি রাবার কারখানার মধ্যে থেকে দেহ উদ্ধার হয়। পরে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মেয়েটির মা রাজেশকে টিউশন ক্লাসে নিয়ে যেতে বলেছিলেন। তারপর থেকে মেয়েটির আর কোনও খোঁজ মিলছিল না। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ দেখতে পায় একটি জাংশনের কাছে শেষ মেয়েটিকে রাজেশের সঙ্গে দেখা গিয়েছে। তারপরই আটক করে রাজেশকে জেরা করে পুলিশ। পুলিশি জেরায় ভেঙে পড়ে ধর্ষণের কথা স্বীকার করে নেন অভিযুক্ত ব্যক্তি।