কসারগড় (কেরল): আফগানিস্তানে ড্রোন হামলায় কেরল থেকে নিখোঁজ হওয়া এক যুবকের ‘মৃত্যু’ হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়া মারফৎ এই খবর পেয়েছে নিহতের পরিবার। ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার জন্য গতবছর ওই যুবক বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।


গত বছর কেরল থেকে ২১ জন যুবক আচমকাই নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে ১৭ জনের বাড়ি কসারগড়ে, বাকি চারজনের বাড়ি পলক্কড়ে। পরে, জানা যায়, জঙ্গিগোষ্ঠী আইএস-এ যোগ দিতে তার সকলে আফগানিস্তানে গিয়েছে।


দুদিন আগে, তাদেরই একজন আশফাক সম্প্রতি ফোনে জানায়, হাফিজুদ্দিন নামে বছর একুশের আরেক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়িতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সে দাবি করে, আফগানিস্তানে ড্রোন হামলায় হাফিজের মৃত্যু হয়েছে।


হাফিজুদ্দিনের আত্মীয় রহমান জানান, এই খবর মিলতেই তাঁরা কেরল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। যদিও পুলিশ এই খবরের সত্যতা অস্বীকার করেছে। কেন্দ্রের তরফেও এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।