এলাহাবাদ: দাদরিতে মহম্মদ আখলাক নামে এক প্রৌঢ়কে বাড়ির ফ্রিজে গোমাংস রাখা, খাওয়ার অভিযোগে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তদের একজন, বিশাল রানাকে জামিন মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি প্রত্যুষ কুমার তাকে জামিন দেন গতকাল।
বিশাল নয়ডার এক বিজেপি নেতার ছেলে বলে জানা গিয়েছে।
আখলাক খুনের অধিকাংশ অভিযুক্তেরই আগেই জামিন মঞ্জুর হয়েছে।
২০১৫-র সেপ্টেম্বরে পঞ্চাশোর্ধ্ব আখলাককে তাঁর গৌতম বুদ্ধ নগরের দাদরি সাব ডিভিশনের বিসাদা গ্রামের বাড়িতে পিটিয়ে মেরে ফেলে একদল লোক। তারা মারধর করে আখলাকের ছেলে দানিশকেও।
তাদের বাড়িতে গোমাংস আছে, তারা তা খেয়েওছে, এহেন সন্দেহের ভিত্তিতেই আখলাকের বাড়িতে গভীর রাতে ঢুকে মারধর করে দুষ্কৃতীরা।
এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া হয় দেশব্যাপী। অসহিষ্ণুতা বিতর্ক ছড়িয়ে পড়ে। এমন ঘটনা চরম লজ্জা, নিন্দার বলে সরকারি খেতাব ফিরিয়ে দেন একাধিক নামী লেখক, শিক্ষাবিদ, চলচ্চিত্র পরিচালক।
আখলাককে পিটিয়ে খুনে অভিযুক্ত 'বিজেপি নেতার ছেলে'র জামিন
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2017 05:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -