মুম্বই:  সাতদিনের সফরে সপরিবারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে এসেছেন। রাজধানী দিল্লি, আগ্রার তাজমহল, আমদাবাদে সবরমতি আশ্রম থেকে অমৃতসরের স্বর্ণ মন্দির সহ  বিভিন্ন জায়গা একেবারে ভারতীয় সাজে সেজে  ঘুরে বেরিয়েছেন জাস্টিন অ্যান্ড ফ্যামিলি। পুরো সফর হয়তো অসম্পূর্ণ থাকত, যদি না কানাডার প্রধানমন্ত্রী ভারতে এসে বলিউডের সঙ্গে একবার চাক্ষুস দেখা না করতেন। সম্প্রতি সেই পার্টিরও আয়োজন হয় বাণিজ্য নগরীতে। সোশ্যাল মিডিয়ায় কিং খান, আমির খান, ফারহান আখতার, অনুপম খের, আর. মাধবন সহ একাধিক তারকার সঙ্গে জাস্টিন ট্রুডোর ছবি ভাইরালও হয়ে যায়। এই পর্যন্ত সবই ঠিক ছিল... কিন্তু আচমকাই মুম্বইয়ে আয়োজিত এক অনুষ্ঠানের আসর থেকে আরও একটি ছবি ভাইরাল হয়ে যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই ছবিতে জাস্টিনের স্ত্রী সোফির সঙ্গে দেখা যাচ্ছে এক খালিস্তানি জঙ্গিকে। কেন তিনি এধরনের হাইপ্রোফাইল পার্টিতে উপস্থিত, সেই নিয়েই শুরু বিতর্ক।




এএনআই সূত্রে খবর, খালিস্তানি জঙ্গির নাম জসপল অটওয়াল। তাকে সোফি ট্রুডো ছাড়াও কানাডার ইনফ্রাস্ট্রাকচর এবং কমিউনিটি মন্ত্রী অমরজিত সোহির সঙ্গেও দেখা গিয়েছে ছবি তুলতে।




এমনকি ২২  ফেব্রুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত এক নৈশভোজের আসরেও আমন্ত্রিত অতিথিদের তালিকাতে ছিল ওই জঙ্গি। কানাডা হাউসে সেই নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল, পরে অবশ্য সেটি বাতিল করে দেওয়া হয়।




সূত্রের খবর, জসপল অটওয়াল নিষিদ্ধ জঙ্গি সংগঠন শিখ ইওথ ফেডারেশনের সক্রিয় সদস্য। এমনকি ভারতের প্রাক্তন মন্ত্রী মলকিয়াত সিংহ সিধুকে খুনের চেষ্টার অভিযোগও রয়েছে জসপলের বিরুদ্ধে। ১৯৮৬ সালে সিধুর গাড়ি লক্ষ্য করে ভ্যানকুভের দ্বীপে যে হামলা হয়েছিল, তারমধ্যে অন্যতম ছিল এই জসপল।