কলকাতা: অভিনব! আইআইটি, খড়গপুর নতুন শিক্ষাবর্ষ থেকেই অফার দিচ্ছে, পড়াশোনা শেষ করে চাকরি জুটিয়ে বছরে ডোনেশন দেওয়ার প্রতিশ্রুতি দিলে কোর্স ফি মকুব করা হবে। অর্থাৎ ফি দিতে হবে না পড়ুয়াদের। লার্ন-আর্ন-রিটার্ন ফান্ড নামে স্কিম চালু হয়েছে এ জন্য।
প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তী বলেছেন, 'আমরা পড়ুয়াদের প্রত্যেককে চাকরি পাওয়ার পর বছরে ন্যূনতম ১০ হাজার টাকা দিতে বলছি। এভাবে আমাদের ৩০ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী চাকরি পেয়ে ১০ হাজার টাকা করে দিলেই বছরে ৩০ কোটি টাকা ঘরে আসবে। আমরা একটা নতুন মডেল গড়তে পারব।' হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও বাজেটের ৬০ শতাংশ এভাবে প্রাক্তন পড়ুয়াদের কাছ থেকেই সংগ্রহ করে।  তিনি বলেন, ভারতে উচ্চশিক্ষা ব্যয়বহুল হয়ে পড়েছে। প্রতি বছর সরকারের ছাত্রপিছু খরচ ৬ লক্ষ টাকা।
নতুন স্কিমে আইআইটি খড়গপুর গ্রেডের মাপকাঠিতে পড়ুয়াদের ফি মকুব বা স্কলারশিপের অফার দেবে। দেখা হবে পড়ুয়াদের মেধা ও পরিবারের আর্থিক অবস্থা। একেবারে ব্যতিক্রমী,ভাল রেজাল্ট করা ছেলেমেয়েদেরই পুরোপুরি ফি মকুবের সুযোগ দেওয়া হবে।