আলওয়ারে গণপিটুনিতে মৃতর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা হরিয়ানার মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 26 Jul 2018 08:52 PM (IST)
চণ্ডীগড়: রাজস্থানের আলওয়ারে গণপিটুনিতে মৃত রকবার ওরফে আকবর খানের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। হরিয়ানার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান রাহিশা খানও তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। হরিয়ানার নুহ জেলার ফিরোজপুর ঝিরকার কাছে কউল গ্রামের বাসিন্দা ছিলেন মৃত রকবার। তাঁর চার মেয়ে ও তিন ছেলে বর্তমান। গত সপ্তাহে আলওয়ারের রামগড় অঞ্চলে একটি জঙ্গলের মধ্যে দিয়ে বন্ধু আসলামের সঙ্গে গরু নিয়ে যাচ্ছিলেন রকবার। গরু পাচারকারী সন্দেহে তাঁদের ঘিরে ধরে মারতে শুরু করে একদল জনতা। আসলাম কোনওরকমে পালিয়ে যেতে পারলেও, রকবার পালাতে পারেননি। গণপিটুনিতে মারাত্মক জখম হয়ে পরে তাঁর মৃত্যু হয়।