গ্রেফতার কিডনি কিংপিনের ঘনিষ্ঠ সহযোগী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2016 04:23 AM (IST)
কলকাতা: কিডনি চক্রের চাঁই টি রাজকুমার রাওয়ের ঘনিষ্ঠ সহযোগী দীপক কর গ্রেফতার। বাগুইআটি থেকে কাল তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজকুমার গ্রেফতার হওয়ার পর থেকেই পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসে দীপক করের নাম। বুধবার থেকে দীপককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে বিধাননগর কমিশনারেটের তদন্তকারী দল। কাল রাতে দিল্লি পুলিশও তাকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করে। বয়ানে অসঙ্গতি মেলায় গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে বারাসত আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, দীপক প্রায়ই রোগী নিয়ে কোয়েম্বাতুর যেত। রোগী পিছু ৪-৫ হাজার টাকা করে নিত সে।