সুষমা অসুস্থ হওয়ার পর থেকেই সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ তাঁর আরোগ্য কামনা করছেন। এইএমস-এ চিকিৎসা চলছে সুষমার। তিনি দ্রুত সুস্থ হওয়ার বিষয়ে আশাবাদী। এত মানুষের শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ তাঁকে সুস্থ করে তুলবে বলে আশা করছেন বিদেশমন্ত্রী। কিডনির ধর্ম হয় না, মুসলিম যুবককে সুষমা
Web Desk, ABP Ananda | 18 Nov 2016 10:52 PM (IST)
নয়াদিল্লি: গুরুতর অসুস্থ সুষমা স্বরাজকে অনেকেই কিডনি দিতে চাইছেন। তাঁদের মধ্যে ভিন্ন ধর্মের, বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরাও রয়েছেন। বহুজন সমাজ পার্টির সমর্থক মুজিব আনসারিই যেমন ভারতের বিদেশমন্ত্রীকে মাতৃসমা বলে উল্লেখ করে তাঁকে নিজের কিডনি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। আরও অনেক মুসলিম ব্যক্তিও সুষমাকে কিডনি দিতে চেয়েছেন। মুজিবের ট্যুইটের জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়ে বিদেশমন্ত্রী বলেছেন, কিডনির ধর্ম হয় না।